নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ গতকাল সন্ধ্যে নাগাদ ঝাড়খণ্ডের সিমডেগার কোলেবীরা থানা এলাকায় ক্ষিপ্ত এলাকাবাসীর হাতে খুন হলো সঞ্জু প্রধান নামে একজন ব্যক্তি।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দীর্ঘদিন থেকে মুন্ডা সম্প্রদায়ের মানুষ একটি গাছকে পুজো করে আসছেন। গত অক্টোবর মাসে সঞ্জু ওই প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দেন। যা নিয়ে এলাকার মুন্ডা সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরী হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গতকালও সে আরো একটি গাছ কাটতে যাওয়ায় মুন্ডা সম্প্রদায়ের শতাধিক মানুষ ক্রোধের বশে সঞ্জুর উপর হামলা চালায়। হামলাকারীরা সঞ্জুকে লাঠি ও ইট দিয়ে বেধড়ক মারলে ঘটনাস্থলেই সঞ্জুর মৃত্যু হয়। এরপর মুন্ডা সম্প্রদায়ের মানুষেরা সঞ্জুর দেহে আগুন ধরিয়ে দেন।
সিমডেগার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায় যে, পুলিশ একটি মামলা রুজু করে গোটা ঘটনাটির সঠিক তদন্ত শুরু করেছে। আর খুব দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও জানিয়েছে।