নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গত ৪ ঠা ডিসেম্বরের পর আবারও শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে হুগলীর ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল বন্ধ হয়ে গেল। এর জেরে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক অসুবিধার সম্মুখীন হলেন।
শ্রমিকরা অভিযোগ জানাচ্ছে যে, সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ স্পিনিং বিভাগে আধুনিক মেশিন নিয়ে আসায় শ্রমিকদের সংখ্যা কমিয়ে দিয়েছে। এখন দু’জন শ্রমিকের পরিবর্তে এক জনকে কাজ করতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় শ্রমিকদের তরফে আপত্তি জানানো হয়। কিন্তু কারখানার কর্তৃপক্ষ তাতে কোনো সাড়া দেয়নি।
এই পরিস্থিতিতে সোমবার মিলের সব বিভাগের শ্রমিক কাজ বন্ধ করতেই উৎপাদনে প্রভাব পড়ে। ফলে কারখানার কর্তৃপক্ষ মিল বন্ধের নোটিশ ঝোলালে তা দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে পরিস্তিতি আয়ত্তে আনার চেষ্টা করে।
কিন্তু কারখানার কর্তৃপক্ষদের সূত্রে জানা যায়, স্পিনিং বিভাগে নতুন যন্ত্র নিয়ে আসায় ওই যন্ত্র চালাতে শ্রমিক সংখ্যা কম লাগবে জানিয়ে কিছু জন শ্রমিককে অন্য বিভাগে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়। এতে কাজ হারানোর আশঙ্কায় শ্রমিকরা আন্দোলন শুরু করলে পরের দিন মিল বন্ধ করে দেওয়া হয়।
তবে শ্রমিকরা পাল্টা অভিযোগ তুলে জানিয়েছে, ‘‘মালিকপক্ষের খামখেয়ালিপনায় উৎপাদন ব্যহত হচ্ছে। শ্রমিকরা কাজের পরিবেশ নষ্ট করে কোনো কাজ করেন না। নিজেদের দোষ ঢাকতে শ্রমিকদের উপরে মিথ্যা অভিযোগ দিয়ে মিল বন্ধ করে দেওয়া হয়েছে’’।