মিঠু রায়ঃ কলকাতাঃ এবার নতুন বছরের জানুয়ারী মাস থেকেই রাজ্য সরকার ‘দুয়ারে স্বাস্থ্য’ পরিষেবা চালু করতে চলেছে। রাজ্যের সমস্ত সরকারী প্রকল্প সংক্রান্ত পরিষেবা সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য দপ্তরের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে এই উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করা হয়েছিল তাতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবার সেই সব ক্যাম্প থেকেই করোনার ভ্যাক্সিন দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবাও দেওয়া হবে।
কার্যত টিকাকরণে গতি আনতেই দুয়ারে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া ৩০ বছরের বেশী বয়সী ব্যক্তিরা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মুখের ক্যানসারে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য ক্যাম্পে চিকিৎসক থাকবেন। টিউবারকিউলোসিসের উপসর্গ থাকলে শারীরিক পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। যেকোনো ব্যক্তি বা মহিলাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।
কিন্তু কেন্দ্রের তরফ থেকে আগে থেকেই ‘হর ঘর দস্তক’ নামে কর্মসূচীর মাধ্যমে ভ্যাক্সিন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্য দিয়ে স্বাস্থ্যকর্মীরা ভ্যাক্সিনেশনের জন্য প্রতিটি পাড়ায় ও প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন।