নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনার নয়া প্রতিরূপ ওমিক্রনের বাড়বাড়ন্তে আবারও রাজধানী জুড়ে করোনা বিধিনিষেধ জারি করা হলো। করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ছ’মাসের মধ্যে দিল্লিতে সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ ছিল। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩১ জন হতেই তড়িঘড়ি দিল্লির মুখ্যমত্রী অরবিন্দ কেজরীবাল করোনা বিধিনিষেধ ঘোষণা করেন। প্রতিদিন রাতেরবেলা ১০ টা থেকে পরেরদিন ভোরবেলা ৫ টা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকবে।
নয়া বিধিনিষেধে জানানো হয়েছে, অফিস-কাছারি ৫০ শতাংশ হাজিরা নিয়ে খোলা থাকবে। সকালবেলা ১০ টায় দোকান খুলে রাতেরবেলা ৮ টায় বন্ধ করতে হবে। জিম ও প্রেক্ষাগৃহ একেবারে বন্ধ থাকবে। রাত ১০ টার মধ্যে রেস্তরাঁ এবং পানশালা ইত্যাদি বন্ধ করতে হবে। সাধারণ দোকান ও শপিং মলের বিভিন্ন দোকান জোড়-বিজোড় হিসেবে খোলা যাবে।
অরবিন্দ কেজরীবাল জনতার উদ্দেশ্যে এও বলেছেন যে, ‘‘বাজার ঘাটে মাস্ক ছাড়া মানুষের ছবি দেখতে পাচ্ছি। যদি আপনারা মাস্ক ব্যবহার না করেন তাহলে আমাকে বাজার বন্ধ করার মত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে’’।
সুতরাং পুনরায় এই রকম প্যানডেমিক পরিস্থিতিতে জনগণের সমস্তরকম কোভিড বিধিনিষেধ পালন করা একান্ত প্রয়োজনীয়।