নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ দুপুরবেলা মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত শক্তিপুর ফেরিঘাটে নৌকা করে রোগী পারাপার করার সময় ভয়ানক বিপত্তি ঘটলো। হঠাৎই নৌকায় ওঠা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গঙ্গায় পড়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয় রোগীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের বেলডাঙায় আসার একমাত্র সোজা পথ এই ফেরিঘাট। কারণ শক্তিপুর থেকে বেলডাঙা আসার জন্য সড়কপথ রয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ কিলোমিটার ঘুর পথে সেখানে আসতে হয়। এদিন রোগী সমেত একটি অ্যাম্বুলেন্সকে নদী পারাপারের জন্য নৌকায় ওঠানো হচ্ছিল।
আর সেই সময় অ্যাম্বুলেন্সের চালক অ্যাম্বুলেন্স চালিয়ে নৌকায় ওঠানোর সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা থেকে উল্টে জলে পড়ে যায়। ফলে অ্যাম্বুলেন্সের চালক কোনোক্রমে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগী বেরিয়ে আসতে পারেননি।
এরফলে অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই রোগী মারা যান। মৃতের নাম সারথি মণ্ডল। বয়স ৬০ বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার গাফিলতি নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে।