নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গত বছরের মতো এই বছরেও বীরভূমের শান্তিনিকেতনে পৌষমেলা হচ্ছে না। গত বছর অতিমারীর পরিস্থিতির জন্য পৌষমেলা বন্ধ ছিল। কিন্তু চলতি বছর বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে মেলা বন্ধের কারণ বলা হয়নি। তবে মনে করা হচ্ছে করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যেক বছরের ন্যায় চলতি বছরও ৭ ই পৌষ থেকে ৯ ই পৌষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পৌষ উৎসব বৈতালিক ও উপাসনার মাধ্যমে পালিত হবে। এছাড়া ২৫ শে ডিসেম্বর বড়োদিনও পালন করা হবে।
অবশ্য পৌষমেলা না হলেও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছে। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা জানিয়েছেন, “পৌষমেলার মতোই এই মেলার আয়োজন করা হয়। শিক্ষাসত্রের সমাবর্তন অনুষ্ঠানও পালন করা হবে”।
এই সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই আল্পনা দিয়ে আম্রকুঞ্জের জহর বেদী সাজানো হয়েছে। যদিও করোনা পরিস্থিতির কারণে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে এই উৎসব পালন করা হবে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই অনুষ্ঠানগুলিতে মোবাইল ফোন নিয়ে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। এর সাথে সাথে এই অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাকবিধিও মানতে বলা হয়েছে।