নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল গভীর রাতে হুগলীর সিঙ্গুরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশকর্মী। মৃত পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা দীপঙ্কর রঞ্জিত। বয়স ৪৪ বছর। দীপঙ্করবাবু কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেরবেলা তিনি সিঙ্গুর পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটিতে ছিলেন। আচমকা গুলির আওয়াজে অন্যান্য পুলিশকর্মীরা গুলির শব্দ পেয়ে ছুটে আসতেই দেখতে পান দীপঙ্করবাবু চেয়ারে বসা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। এরপর দীপঙ্করবাবুকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীপঙ্করবাবু আত্মহত্যা করেছেন। কিন্তু এই আত্মহত্যা বা মৃত্যুর পেছনে অন্য কি কারণ রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here