নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের নাইট সার্ভিস বাসের একজন কর্মচারীকে মারধর করার অভিযোগে নাইট সার্ভিস বাসের কর্মচারীরা আর্য সমিতি পাড়া এলাকায় পথ অবরোধ করলো। এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা এক নাইট সার্ভিস বাসের কর্মচারী আর্য সমিতি পাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু মদ্যপ যুবক ওই কর্মচারীকে মারধোর করে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
সেই কারণেই নাইট সার্ভিস বাসের কর্মচারীরা বালুরঘাট আর্য সমিতি পাড়া এলাকায় পথ অবরোধ করে। বালুরঘাট থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই পথ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Sponsored Ads
Display Your Ads Here