নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)এর একটি দল হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত লক্ষ্মণপুরে অভিযান চালিয়ে একটি ভেজাল মশলা কারখানার সন্ধান পায়। কারখানার মালিক পলাতক হলেও ঘটনাস্থল থেকে একজন শ্রমিককে আটক করা হয়েছে।
তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি পুলিশ কলকাতার পোস্তা এলাকা থেকে রাজেশ সাউ নামে এক মশলা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ডোমজুড়ের ওই মশলা কারখানার সন্ধান পায়।
এরপর তল্লাশি চালিয়ে জানা গিয়েছে যে ওই কারখানায় জিরে, ধনে, লঙ্কা ও হলুদের গুঁড়োতে রং, কাঠের গুঁড়ো এবং চালের গুঁড়ো মেশানো হত। ওই কারখানা থেকে ভেজাল মশলার পাশাপাশি প্রচুর পরিমাণে রং, চালের গুঁড়ো ও কাঠের গুঁড়ো উদ্ধার হয়েছে।
ইতিমধ্যে এই গোটা চক্রের মধ্যে কে বা কারা যুক্ত আছেন তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।