নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ নাতনীর জন্মদিনের অনুষ্ঠান থেকে হঠাৎ নিঁখোজ হয়ে গেলেন দাদু। এরপরে নদী থেকে মৃতদেহ উদ্ধার হলো।
এই ঘটনায় আলিপুরদুয়ারের ধূপগুড়ি ব্লকের গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাড় শালবাড়ির বারহলিয়ার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ঈশ্বর বাহাদুর প্রধান। বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ঘাটপার সরুগাও নেপালি বস্তি এলাকায়।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, গতকাল রাতেরবেলা ঈশ্বর বাহাদুর প্রধান ও তার পরিবার ডুডুয়া নদী পেরিয়ে নাতনীর জন্মদিন খেতে বারহলিয়া এসেছিলেন। নাতনীর জন্মদিন অনুষ্ঠানে বেশ আনন্দও করে ছিলেন। কিন্তু আচমকা জন্মদিনের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
রাতেরবেলা থেকেই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। তবে কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সাতসকালবেলা নাতি সহ কয়েকজন নদীতে একটি দেহ ভাসতে দেখতে পান। পরবর্তীতে তারাই প্রথমে ঈশ্বরবাবুর মৃতদেহ শনাক্ত করে।
তারপর ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এই মৃত্যু কি কারণে ঘটেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।