নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরে সারের কালোবাজারি আটকাতে এবার মহকুমা প্রশাসন অভিযানে নামলো।
আজ সকালবেলা থেকেই ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল ও কৃষি আধিকারিকের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর সহ বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় বংশীহারী থানার পুলিশ বিশেষ অভিযান চালায়।
উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকেই দোকান মালিকদের বিরুদ্ধে কৃষকদের থেকে একাধিক সার বিভিন্ন অজুহাত দেখিয়ে ন্যায্যমূল্যের থেকে বেশী দামে সার বিক্রির অভিযোগ উঠেছিল।
আর এদিন প্রশাসনিক কর্তারা অভিযোগ পেতেই এলাকার বিভিন্ন দোকানে হানা দেন। পাশাপাশি এলাকার সকল মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।