ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ফের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলবর্তী এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪ ছিল। প্রচণ্ড মাত্রায় এই ভূকম্পনের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ফ্লোরেস দ্বীপের থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের অভ্যন্তরে ছিল। এরফলে যেকোনো সময় সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক জারি করা হয়েছে। তবে এই ভূমিকম্পে কোনোরকম ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি বছর মে মাসেও উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকা ৬.৬ তীব্রতায় কেঁপে উঠেছিল। আর এর আগে ২০০৪ সালে সুমাত্রায় তীব্র ভূমিকম্পের ফলে সুনামি আছড়ে প্রায় আড়াই লক্ষ মানুষ প্রাণ হারান।