নিজস্ব সংবাদদাতাঃ ব্রধ্মানঃ পূর্ব বর্ধমানের রায়নার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার গ্রাহক রূপা দাসের আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার দফায় মোট ৮০ হাজার টাকা নিখোঁজ হয়ে গেছে।
সূত্রে্র ভিত্তিতে জানা গেছে, রায়নার বোড়ো গ্রামের বাসিন্দা রূপা দেবীর সেহারাবাজার শাখায় সেভিংস অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে ৮৪ হাজার ৭১২ টাকা ২৬ পয়সা জমা ছিল। কিন্তু পাশবই আপডেট করার পর জানতে পারেন যে সেহারা গ্রামের এক বাসিন্দা তার অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলে নিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এ নিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানান যে এই টাকা ফেরত পাওয়া যাবে না। রায়না থানা গিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে বর্ধমান সিজেএম আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়া যাতে বর্ধমান মহিলা থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় আদালতে সেই বিষয়ে আর্জিও জানান।
Sponsored Ads
Display Your Ads Here
রূপার আইনজীবী চন্দ্রনাথ তা বলেন, ‘‘ব্যাঙ্কিং লেনদেনের তথ্য থেকে পরিষ্কার জানা যাচ্ছে, কে টাকা তুলেছেন। তবে সেই টাকা তোলা হল কিভাবে সেটাই রহস্যের। ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রথমে টাকা ফেরতের আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করায় বাধ্য হয়ে মামলা দায়ের করা হয়েছে’’।
Sponsored Ads
Display Your Ads Here
রায়না থানার এক আধিকারিক বলেছেন, ‘‘এই ধরনের অভিযোগ জানাতে কেউ থানায় আসেননি। এই অভিযোগ ঠিক নয়।’’ অন্য দিকে মহিলা থানার এক অফিসার জানিয়েছেন, ‘‘এখনো আদালতের নির্দেশ থানায় এসে পৌঁছায়নি। তাই এই বিষয়ে কিছু জানা নেই। আদালত নির্দেশ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’’।