নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্নাটকের উত্তর কন্নড় জেলার হেপানাহাল্লিতে শ্রীকান্ত হেগড়ে নামে এক ব্যক্তি বাড়িতে তার পোষা গরুকে পুজো করে গলায় সোনার হার সহ ফুলের মালা পরিয়েছিল। কিন্তু হঠাৎই গরুটি সেই হারকে খাবার ভেবে গিলে ফেলেছিল।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, দিওয়ালির দিন শ্রীকান্তবাবু বাড়িতে গো-পুজোর আয়োজন করেন। পুজোতে পরিবারের সদস্যরা বাড়িতে পোষা গরুকে ফুলের মালা ও ২০ গ্রাম ওজনের সোনার হার পরিয়ে দেয়। পুজো শেষ হয়ে যাওয়ার পর ফুলের মালা এবং সোনার হারটি গরুর পাশেই রেখে দেওয়া হয়।
আর সবাই পুজোর কাজে ব্যস্ত থাকাকালীন গরুটি পাশে রাখা ফুলের মালার সাথে সোনার হারটিও খেয়ে নেয়। কিছুক্ষণ পর শ্রীকান্তবাবু হারটি নিতে গিয়ে দেখেন গরুর পাশ থেকে সেটি উধাও হয়ে গিয়েছে। এরপর হারটি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি।
তারপর ফুলের মালার পাশে সোনার হার থাকায় সকলের গরুর উপর সন্দেহ হয়। তাই সবাই ভেবেছিলেন গরুর মলের সাথেই সোনার চেন বেরিয়ে আসবে। তবে এক মাস পার হয়ে গেলেও সোনার চেনটি না বের হওয়ায় শেষমেশ পশু চিকিৎসকের সাহায্যে পাকস্থলীতে থেকে অস্ত্রোপচার করে সেই সোনার হার বের করা হয়।