নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধানের স্বামীকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে আর্থিক সহায়তার নাম করে ২০ হাজার টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো।
জানা গিয়েছে, প্রথমে একজন ব্যক্তি জয়েন্ট বিডিও নাম করে প্রশাসনিক বিষয়ে কথা বলেন। এরপর দ্বিতীয়বার ফোন করে পারিবারিক অসুস্থতার কথা জানিয়ে ২০ হাজার টাকা চান।
তারপর অনলাইনে টাকা পাঠানোর পর ওই নম্বরে ফোন করলে আর পাওয়া যায় না। এই ঘটনার পরই হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানাতেই পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।
যদিও এই বিষয়ে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিপ্লব ঘোষ ও আমিন মুর্মু এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।