নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান ও সংলগ্ন এলাকায় ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে। এছাড়া অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গিয়েছে।
বনবিভাগ ও কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইতিমধ্যে বনকর্মীরা পায়ের ছাপ খতিয়ে দেখছেন এবং নমুনা সংগ্রহ করছেন। কিন্তু পায়ের ছাপের বিবরণ দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেটি ভাল্লুকের পায়ের ছাপ।
যেহেতু এরইমধ্যে বেশ কয়েকবার জেলায় ভাল্লুকের আতঙ্ক যেমন ছড়িয়েছে তাই বনবিভাগ ভাল্লুক উদ্ধার করতে তৎপর হয়েছে। এর পাশাপাশি বনবিভাগের তরফ থেকে এই সম্পূর্ণ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে দাবী জানিয়েছে।
আর ইতিমধ্যে বনকর্মীরা ভাল্লুক ধরার সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে। তিস্তা উদ্যান সহ করলা বাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। রামশাই, লাটাগুড়ি ও ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।