ব্যুরো নিউজঃ সুইজারল্যান্ডঃ সুইজারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুতে সাহায্য করা বৈধ। এবার সুইজারল্যান্ড সরকার একটি অভিনব যন্ত্রণাহীন মৃত্যু যন্ত্র আবিষ্কার করলো। এই যন্ত্রের নাম সারকো। এর মধ্যে প্রবেশ করলে এক মিনিটেরও কম সময়ের মধ্যে যেকোনো ব্যক্তির মৃত্যু ঘটে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই মৃত্যু যন্ত্রটি এগজিট ইন্টারন্যাশনাল নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরী করেন। যার নির্মাতা ফিলিপ নিটশে। এই যন্ত্রটির উপরে কফিন আছে ও নীচে মেশিন আছে।
এই যন্ত্রের মধ্যে মৃত্যুর উপযোগী অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড আছে। এই যন্ত্রের মধ্যে প্রবেশ করে নিজের ইচ্ছেমতো মৃত্যুকে ডেকে আনা যায়। এমনকি ইচ্ছে থাকলে ইচ্ছে মৃত্যুর অধিকারী ওই ব্যক্তিকে তার পছন্দের ব্যক্তিও বাইরে থেকে প্রাণহানি ঘটাতে সাহায্য করতে পারে।
পাশাপাশি ফিলিপ নিটশে এই প্রসঙ্গে বলেছেন, “আগামী বছরেই সুইজারল্যান্ডে সারকো চালু হয়ে যাবে। এই প্রকল্পে বহু অর্থ ব্যয় হলেও আশাকরি, আমরা নিজেদের সফলতার কাছাকাছি চলে এসেছি”।