আবর্জনার স্তুপ থেকে উদ্ধার ১ সদ্যোজাত শিশু
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ আজ দক্ষিণ দিনাজপুরের রশিদপুর গ্রামীণ হাসপাতালের পেছনের আবর্জনার স্তুপ থেকে উদ্ধার হয়েছে এক সদ্যোজাত শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে যে, এদিন সকালবেলা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা হাসপাতালের পিছনের আবর্জনা থেকে একটি সদ্যোজাত শিশুর কান্না শুনতে পান। এই খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ছুটে এসে সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সদ্যোজাত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুটিকে স্থানান্তরিত করা হবে। কিন্তু পিতা-মাতা সদ্যোজাত শিশুটিকে কি কারণে এই নোংরা আবর্জনায় ফেলে পালিয়ে গেল তা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।