নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আগামীকাল ঘূর্ণিঝড় জাওয়াদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলের মাঝামাঝি যেকোনো জায়গায় আছড়ে পড়তে পারে। যার প্রভাব বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারী বৃষ্টিপাতও হবে।
আর আজ সেই আশঙ্কায় দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে হাওড়া বিভাগের শালিমার রেল ইয়ার্ডে থাকা ট্রেনগুলির চাকা লোহার শিকলে বেঁধে দেওয়া হলো। কোনোরূপ ক্ষয়-ক্ষতি আটকাতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ২৭ টি আপ এবং ২২ টি দূরপাল্লার ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।
রেল সূত্রে এও জানানো হয়েছে যে, দূরপাল্লার ডাউন ট্রেন বাতিল করার কারণে আগে থেকে যেসব যাত্রীরা আসন সংরক্ষণ করেছিলেন তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তারা প্রত্যেকে টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন।