চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মামলাকারী কলকাতা হাইকোর্টে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের বিস্তারিত রিপোর্ট জমা করলে ওই রিপোর্ট খতিয়ে দেখে হাইকোর্ট ভুয়ো কর্মীদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ সির কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ চরমে উঠেছে।
মামলাকারী অভিযোগ করেছিলেন, এসএসসির গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল। আর ওই অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট মামলাকারীর থেকে ভুয়ো নিয়োগের সমস্ত নথি অর্থাৎ নাম-ঠিকানা-নিয়োগপত্র চেয়ে পাঠিয়েছিল যা আজ জমা পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রুপ ডি পদেও অস্বচ্ছ নিয়োগের একই অভিযোগ উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ মামলাকারীর রিপোর্টের ভিত্তিতে মোট ৫৪২ জন অভিযুক্ত কর্মীর বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে। এছাড়া আপাতত ভুয়ো নিয়োগ নিয়ে সিবিআই তদন্তেরও নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here