নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গত এক মাসের মধ্যে হুগলীর তারকেশ্বরে পুরসভার ছয় নম্বর ওয়ার্ড মন্দিরপাড়া এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন ২০ থেকে ২২ জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাস খানেক ধরে মন্দিরপাড়া এলাকায় কুকুরের উৎপাত চলছে। কুকুর দু’টি সাতটি বাচ্চার জন্ম দেওয়ার পর থেকেই লোকজন দেখলে কামড়াতে শুরু করেছে। এই পর্যন্ত দু’টি কুকুর প্রায় ২০ থেকে ২২ জনকে কামড়ে দিয়েছে। এছাড়া ওই কুকুর দু’টি এলাকার বাসিন্দাদের পাশাপাশি তীর্থযাত্রীদের কামড়ে দিয়েছে।
পুরো বিষয়টি পুরসভায় লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকার বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকি থানা ও বন দপ্তরকে জানিয়েও কোনোরকম লাভ হয়নি।
তারকেশ্বরের পুর প্রশাসক স্বপন সামন্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, “পুরসভার কুকুর ধরার জন্য কোনোপ্রকার ব্যবস্থা নেই। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এর সাথে সাথে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে”।