ব্যুরো নিউজঃ পেরুঃ ভূমিকম্পের জেরে পেরুতে প্রায় ৭৫ টি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৭.৫ ছিল। এই ভূকম্পন প্রতিবেশী দেশ ইকুয়েডরের উপরেও পড়েছিল।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, পেরুর স্থানীয় সময় অনুযায়ী ভোর ৫টা ৫২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূকম্পনের উৎপত্তিস্থল উপকূলবর্তী শহর বারানকার ৪২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল। কিন্তু এখানে স্থানীয় উপজাতি ছাড়া খুব বেশী মানুষ না থাকায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে।
রাজধানী লিমা সহ দেশের প্রায় অর্ধেক অঞ্চলেই ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে প্রায় ৭৫ টি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বেশীর ভাগই কাঠের তৈরী। এই ভূকম্পনের জেরে লা জালকা জেলায় ৪৫ ফুট উচ্চতার শতাব্দী প্রাচীন একটি গির্জা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এমনকি বিভিন্ন জায়গায় বিদ্যুৎ এর সমস্যা দেখা দিয়েছে।
ভূমিকম্পের কারণে বহু রাস্তায় পাথর পড়ে আটকে গিয়েছে। যান চলাচল ব্যহত হয়েছে। দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে পেরুর প্রেসিডেন্ট পেড্রো কাস্টিলোর টুইট করে জানিয়েছেন, ‘‘পাশে আছি ভাইয়েরা আপনারা কেউ একা নন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্গতদের সাহায্যের সাথে জড়িত সব দপ্তরকেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে’’।