নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর উত্তরপাড়ার সখের বাজার অঞ্চলে জি.টি রোডের উপর একটি আবাসনের বন্ধ ঘর থেকে ৫০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝুমা বর্ধন নামে ওই মহিলা একাই ওই আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে থাকতেন৷ কিন্তু গত চার থেকে পাঁচ দিন ধরে তাকে কেউ দেখতে পায়নি৷ আচমকা আজ বন্ধ ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে দেখে আবাসনের বাসিন্দারা নিজে থেকেই থানায় খবর দেন৷
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুমা দেবীকে মৃত অবস্থায় ঘরের ভিতর পড়ে থাকতে দেখে৷ তারপর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঝুমা দেবী কি আত্মহত্যা করেছে না এই ঘটনার পেছনে খুন অথবা অন্য কোনো কারণ আছে তা উত্তরপাড়া থানার পুলিশ খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code