Indian Prime Time
True News only ....

হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার একটি সাপ

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ এবার জলপাইগুড়ি সদর হাসপাতালে হানা দিল সাপ। এর জেরে ভয়ে সিঁটিয়ে গেলো আই এন্ড ই এন টি ওয়ার্ডের রোগীরা।

গতকাল রাতেরবেলা জেলা সদর হাসপাতালের তিন তলায় আই এন্ড ই এন টি ওয়ার্ডে ঢোকার মুখে সিলিংয়ে সাপের উপস্থিতি নজরে পড়তেই রোগী ও কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরুমারা বন্যপ্রানী বিভাগের বন কর্মীরা এই খবর পেয়ে হাসপাতালে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বন কর্মী শৌভিক মন্ডল জানান, “এটি ঘরচিতি সাপ যা কমন উলফ স্নেক নামে পরিচিত। নির্বিষ প্রজাতির এই সাপের পছন্দের খাবার টিকটিকি। সম্ভবত এখানে টিকটিকি খেতেই এসেছিল”।

কিন্তু হাসপাতালের তিন তলায় সাপটি কিভাবে এসে উপস্থিত হলো তা কেউই বুঝতে পারছেন না। তবে বন দপ্তরের কর্মীরা হাসপাতালে এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored