চয়ন রায়ঃ কলকাতাঃ আজ পুলিশের তৎপরতায় বাইপাস থেকে এক বাইক আরোহীর কবল থেকে হাত বাঁধা অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করা হলো। ওই বাইক আরোহী প্রগতি ময়দানের থেকে রুবির দিকে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইক আরোহীর পিছনে হাত বাঁধা অবস্থায় ১৩ বছর ও ১৪ বছর বয়সী দুই নাবালিকা বসেছিল। সেই সময় পাশ দিয়ে যাওয়া এক বাইক আরোহী লক্ষ্য করেন নাবালিকাদের হাত দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এরপর কর্তব্যরত ট্রাফিক পুলিশদের বিষয়টি জানান।
তৎক্ষণাৎ ট্রাফিক পুলিশরা তিলজলা ট্রাফিক গার্ডকে খবর দিলে ততক্ষণে তিলজলার অফিসাররা চলে এসে বাইকটিকে আটক করেন। তারপর ওই বাইক আরোহীকে নাবালিকার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে জানান, ওই দুই নাবালিকা তার মেয়ে। যদিও অভিযুক্তের বয়ানে যথেষ্ট অসঙ্গতি পাওয়া গেছে।
কিন্তু ওই দুই নাবালিকারা কাঁদতে কাঁদতে জানায়, “তাদের বাবা মারা গিয়েছেন। এই লোকটি জোর করে নিয়ে যাচ্ছে”। এরপরই পুলিশ দুই নাবালিকা সহ অভিযুক্ত ব্যক্তিকে তিলজলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।