ব্যুরো নিউজঃ কাবুলঃ গত শনিবার আফগানিস্তানের পশ্চিম কাবুলের দশত-এ-বারচি অঞ্চলে প্রবল বিস্ফোরণে জনবহুল রাস্তা কেঁপে ওঠে। এই বিস্ফোরণের জেরে যাত্রীবাহী একটি মিনিবাসে দাউ দাউ করে জ্বলে ওঠে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এদের মধ্যে হামিদ সাইগনি নামে একজন সাংবাদিক ছিলেন। আর গুরুতর আহত হয়েছেন ৬ জন।
এদিন জঙ্গি গোষ্ঠী জানায়, “এই বিস্ফোরণে মোট ২০ জন মারা গিয়েছেন। কিন্তু তালিবান মুখপাত্র জ়বিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিহতের সংখ্যা ২০ জনের থেকে অনেক কম”।
কিন্তু একটি সংবাদমাধ্যম দাবী করেছে যে, আইএস জঙ্গিরা হামিদ সাইগনিকে কাবুলের উত্তরাংশে কোনো অজ্ঞাত স্থানে খুন করেছে।
আফগানিস্তান তালিবান দখলের পর থেকেই আইএস জঙ্গিরা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গত তিন মাসে প্রশাসন অভিযান চালিয়ে মোট ৬০০ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।