নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পুটশুড়ি গ্রামে একটি কুকুরের কামড়ে একদিনে আহত হয়েছেন ৩০ জন। শেষে বাধ্য হয়ে ওই পাগল কুকুরটিকে উন্মত্ত জনতা হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে একটি কুকুরকে নিয়ে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরটি বাজার এলাকায় ঘোরাঘুরি করতো। এলাকাবাসীরা ঘরে শিকল অবধি তুলে দেন। রাস্তাঘাট ফাঁকাও হতে থাকে। যারা যারা এলাকার রাস্তা দিয়ে গিয়েছেন কুকুরটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিয়েছে।
কুকুরটি কারো কপাল তো আবার কারো হাত-পা সহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ে মাংস খুবলে নিয়েছে।
ওই এলাকারই বাসিন্দা সুমিত্রা দাস বলেছেন, “সকালে ছেলেকে প্রাইভেট টিউশন পড়াতে নিয়ে যাওয়ার সময় কুকুরটি ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে কপালের মাংস খুবলে নেয়”।
মন্তেশ্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল জানিয়েছেন, ‘‘আমাদের হাসপাতালে শিশু ও বয়স্ক সহ কুকুরের কামড়ে মোট ৩০ জনের চিকিৎসা হয়েছে। এর মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে’’।