মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আবারও গেমে মগ্নতাই কেড়ে নিলো দুই যুবকের প্রাণ। গতকাল সন্ধ্যাবেলা উত্তর চব্বিশ পরগণার অশোকনগর ও গুমা রেলস্টেশনের মাঝামাঝি মানিকনগর কাঞ্চনপল্লী এলাকায় ট্রেন লাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো দুই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা ৭ টা নাগাদ ২৬ নম্বর রেলগেটের কাছে শিব ও শৌভিক নামে দুই যুবক ট্রেন লাইনে বসে গেম খেলায় মগ্ন ছিল। কিন্তু দ্রুত গতিতে ছুটে আসা ঠাকুরনগর লোকাল রেললাইনে বসে থাকা শিব এবং শৌভিক নামে দুই যুবককে ধাক্কা দিয়ে চলে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনার পরই হাবরা জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপ্সথিত হন। এরপর রেললাইন থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটিকে কেন্দ্র করে মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here