নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের বোনডাঙ্গা এলাকার তমশুল ডাঙায় এক আদিবাসী ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠলো।
জানা গিয়েছে, রাতেরবেলা ১৪ বছরের ওই ছাত্রী বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখনই কয়েক জন যুবক মুখে কাপড় বেঁধে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এরপর ওই নাবালিকাকে এলাকার একটি ভাঙা বাড়িতে ফেলে রেখে চলে যায়। সকালবেলা এলাকাবাসীরা ওই ভাঙা বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেন।
তারপর পরিবারের সদস্যরা শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর থেকেই নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু পরিবারের তরফে অভিযোগ উঠছে যে, থানায় গেলেও কোনো অভিযোগ লেখা হয়নি। দু’ঘণ্টার বেশী সময় ধরে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় থানায় বসে থাকতে হয়।
তবে পুলিশ অভিযোগ নথিভুক্ত করার পরই তদন্ত শুরু করে মূল অভিযুক্ত তিন জনকেই গ্রেপ্তার করেছে। আগামীকাল নির্যাতিতার গোপন জবানবন্দি আদালতে নথিভুক্ত করা হবে।