অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা একটি বেসরকারী বাস কলকাতার বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইককে ধাক্কা দিতেই বাইক আরোহী রাস্তায় পড়ে যেতেই তাকে পিষে দিয়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয় বাসিন্দারা ও ট্রাফিক গার্ডের কর্মীরা ওই বাইক আরোহীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনার পরই বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের ওই বাসের চালক চলন্ত বাসটি থেকে লাফিয়ে পালিয়ে যান। ওই অবস্থায় বাসটি উড়ালপুলের ঢাল বেয়ে বেশ কিছুটা এগিয়ে যায়। গতিও বাড়তে থাকে। এই ঘটনায় বাসের বেশ কিছু যাত্রীরা আহত হয়েছেন।
এই আতঙ্কের জেরে বাসের যাত্রীরা চিৎকার শুরু করলে শেষমেশ বাসের এক যাত্রী সেটিকে থামান। ফলে যাত্রীরা কোনোরকমে রেহাই পান। পরে বাসের যাত্রীরা কন্ডাক্টরকেও ধরে ফেললে সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেপ্তার করে। আপাতত পুলিশ ঘাতক বাসটির চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।