নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ করোনার ত্রিতীয় ঢেউয়ের মধ্যেই এবার শিলিগুড়ির রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে একটি ছ’মাসের শিশু করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে শিশুটির জ্বর ও সর্দির মতো উপসর্গ থাকায় পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় শিশুটির র্যাপিড টেস্ট করলে জানা যায়, ওই শিশুটি করোনা আক্রান্ত। পুরোপুরি নিশ্চিত হতে আরটিপিসিআর পরীক্ষাও করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল শিশুটির করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই শিশু বিভাগ থেকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে চিকিৎসাধীন ওই শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত ওই শিশুটিকে নজরদারিতে রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতালের সহকারী সুপার সৌমাশিস রাউত বলেছেন, ‘‘শিশুটির উপযুক্ত চিকিৎসা হচ্ছে। আশা করছি ভয়ের কিছু নেই। কিন্তু করোনা আক্রান্ত কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মা-বাবার করোনা হয়েছে কি না তাও পরীক্ষা করা হবে। পাশাপাশি ওই শিশুটি যে কোভিড ওয়ার্ডে ছিল সেখানে আশপাশে থাকা শিশুদেরও করোনা পরীক্ষা করা হবে’’।
Sponsored Ads
Display Your Ads Here