চয়ন রায়ঃ কলকাতাঃ ইতিমধ্যে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়েছে। দুপুর ২ টো অবধি এখানে দেহ রাখা হবে। মাত্র ২৬ বছর বয়সে বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়ে রাজনীতি জগৎ এ পদার্পণ করে ৭৫ বছর বয়সেই জীবনের দাঁড়ি টেনে দিলেন।
রবীন্দ্রসদনে সুব্রত মুখোপাধ্যায়ের সতীর্থরা অর্থাৎ অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম ও তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্ব উপস্থিত রয়েছেন। পাশাপাশি রাজ্য বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিন্হা, নিশীথ প্রামাণিক, জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক নেতারা মাল্য প্রদান করেন।
রবীন্দ্র সদন থেকে একডালিয়ার বাড়িতে যাওয়ার আগে বিধানসভায় নিয়ে আসা হবে দেহ। সুব্রত মুখোপাধ্যায়ের শেষযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না। কারণ এই শোক কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘‘আমি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন ও রাষ্ট্রীয় উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। সুব্রতদা ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
হাসিমুখে জেলায় জেলায় ঘুরে আমাদের সরকারের কাজে অতুলনীয় অবদান রেখেছেন। কলকাতার মেয়র হিসাবে কলকাতার সামগ্রিক উন্নয়নে তাঁর বিশেষ ভূমিকা স্মরণীয়। আমি সুব্রতদার মরদেহ দেখতে পারব না’’।
এছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সুজন চক্রবর্তীও শোকপ্রকাশ করেছেন। সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি থেকে দেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করা হবে।