চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাত ৯ টা ২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
ধমনীতে স্টেন বসানোর পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর আইসিউতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল।
দুঃসংবাদ পেয়ে ইতিমধ্যে শশী পাঁজা, মালা রায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। আগামীকাল সকাল ১০ টায় রবীন্দ্রসদনে শবদেহ নিয়ে যাওয়া হবে। আর দুুুপুরবেলা বালিগঞ্জের বাড়িতে শবদেহ নিয়ে যাওয়া হবে।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে সমগ্র রাজনৈতিক জগৎ একেবারে শোকস্তব্ধ। সুব্রত মুখোপাধ্যায়ের জীবনাবসান রাজনৈতিক জগৎ এর এক অপূরণীয় ক্ষতি।