নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ শনিবার রাতেরবেলা মুর্শিদাবাদের বহরমপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী তিন জন যুবকের বিরুদ্ধে। গতকাল এই ঘটনায় ওই তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলার স্বামী কেরলে শ্রমিকের কাজ করেন। কিছু দিন আগেই কেরলে চলে যান। এই ঘটনায় স্থানীয়দের অনেকেই জানান, ‘‘এতে ওই মহিলারও দোষ রয়েছে। রাতেরবেলা ওই মহিলাই ছেলেগুলোকে ডেকে এনেছে। তবে যা হয়েছে অন্যায় হয়েছে। এর বিচার চাইছি’’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার অভিযোগ জানিয়েছিল যে, বাড়ি ফাঁকা থাকার সুযোগেই ওই তিন জন যুবক অত্যাচার চালায়। রাতেরবেলা বাচ্চা নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। প্রথমে প্রকাশ চৌধুরী ঘরে ঢুকে হুমকি দিয়ে আমার মুখ বন্ধ করে রেপ করে। এরপর সাধু চৌধুরী ও দীনেশ চৌধুরীও একই কাজ করে।
তারপর একটা লোহার রড বার করতে গেলে ধাক্কা মেরে পালিয়ে যাই। এমনকি এই ঘটনার কথা কাউকে জানালে খুন করারও হুমকিও দেয়। ধৃত দীনেশ চৌধুরী, প্রকাশ চৌধুরী এবং কৃষ্ণ ওরফে সাধু চৌধুরী সকলেই বহরমপুরের চরদিয়ারের বাসিন্দা। গতকাল ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।