জেলের ভেতর গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার এক কারারক্ষী
নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলের ভেতর গাঁজা পাচারের অভিযোগে পুলিশ মহম্মদ মফিজুদ্দিন নামের এক কারারক্ষীকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত কাররক্ষীর কাছ থেকে ১২ টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠছে যে, দীর্ঘদিন থেকে মহম্মদ মফিজুদ্দিন নামে এই কর্মী জেলের ভেতর গাঁজা পাচার করছিল। আজ দুপুরবেলা জেলের নিরাপত্তা রক্ষীরা তাকে হাতে নাতে ধরে জেল কর্তৃপক্ষর হাতে তুলে দেয়।
এরপরে জেলের তরফ থেকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এসে তদন্ত শুরু করে ভালোভাবে খতিয়ে দেখছে।