নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালবেলা ৭ টা থেকে চার কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন কোভিড বিধি মেনে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করার উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে।
কিন্তু সকালবেলা খড়দহ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয় সাহা ও তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় সমস্যার সম্মুখীন হয়েছেন। যেমন শোভনদেব চট্টোপাধ্যায়কে কল্যাণনগর বিদ্যাপীঠের বুথে ঢুকতে দেওয়া হল না তেমন অন্যদিকে জয় সাহাকে বুথে গিয়েই গো ব্যাক শ্লোগান শুনতে হলো।
খড়দহ কেন্দ্রে ২০ কোম্পানী বাহিনী মোতায়েন করা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “আমার কাছে প্রার্থীর পরিচয়পত্র থাকলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্যান্য পরিচয়পত্র দেখানোর দাবী জানায়। নিরাপত্তা কর্মীরা ভোটারদের করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চাইছে। এটা চাওয়ার তো অধিকার নেই। এই সব অভিযোগ জানিয়ে সেখানে উপস্থিত জওয়ান এবং ভোটকর্মীদের সাথে বচসায় জড়িয়ে যান”।
অপরদিকে, সকালবেলা প্রায় ৮ টা নাগাদ জয় সাহা খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৯২ নম্বর বুথে ঢুকতে গেলে বাধাপ্রাপ্ত হন। এই বিষয়ে জয় সাহা অভিযোগ করেন, “তৃণমূলের লোকজন বুথের সামনে দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছিল যা নিয়ম বিরুদ্ধ। আমি বারণ করতে গেলেই আমার দিকে তেড়ে এসে গো ব্যাক শ্লোগান দিতে থাকে। এই সমস্ত হলে সুষ্ঠভাবে নির্বাচন সম্ভব নয়। আমি সবটাই নির্বাচন কমিশনকে জানাবো’।