রায়া দাসঃ কলকাতাঃ স্কুল-কলেজ খোলার অনুমতি দেওয়ার পরই এবার নবান্ন লোকাল ট্রেন পুরোকদমে চলার ক্ষেত্রে ছাড়পত্র দিতে চলেছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ শে অক্টোবর থেকে পুরোমাত্রায় লোকাল ট্রেন চলতে পারে। কিন্তু ৫০ শতাংশ যাত্রী যাতে ওঠেন তা নিশ্চিত করতে হবে।
সেপ্টেম্বর মাসের শেষে নবান্ন করোনা সংক্রান্ত যে বিধি জারি করেছিল তার মেয়াদ ৩০ শে অক্টোবর অবধি ছিল। এদিন রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে ৩১ শে অক্টোবর থেকে নতুন বিধিনিষেধ কার্যকর করা হবে।
শিয়ালদহ শাখায় ৬০ শতাংশের মতো ট্রেন চললেও হাওড়ার দুই শাখাতেই ৫০ শতাংশের কম লোকাল ট্রেন চলছিল। ফলে অফিসযাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল। স্বাভাবিক সময়ে শিয়ালদহ শাখায় ৯২০ টি লোকাল ট্রেন চলে। কিন্তু রাজ্যের নিষেধাজ্ঞায় ৬১০ টি স্পেশাল ট্রেন চলছে।
অন্যদিকে হাওড়া শাখায় সংখ্যাটা আরো কম। হাওড়া শাখায় ৪৮৮ টি লোকাল ট্রেন চলতো। সেখানে ২৫০ টি ট্রেন চলছে।