নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল সন্ধ্যাবেলা বাঁকুড়া শহরের রাস্তালা এলাকায় একজন ব্যবসায়ী পুজো উদ্যোক্তাদের দাবী অনুযায়ী চাঁদা না দেওয়ায় পুজো উদ্যোক্তাদের হাতে বেধড়ক প্রহৃত হলেন। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার ডুমুরতোর গ্রামের বাসিন্দা প্রণব কুণ্ডু শহরের নতুনগঞ্জ বাজারের কাছে গাড়ি পার্ক করে পাশের রাস্তালা বাজারে কেনাকাটা করছিলেন। সেই সময় কয়েকজন যুবক কালীপুজোয় মোটা অঙ্কের টাকা দাবী করে বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু প্রণববাবু তার বকেয়া পরিশোধ করতে একদম প্রস্তুত ছিলেন না। এরপর টাকা চাওয়া নিয়ে ওই যুবকদের সঙ্গে বচসা শুরু হতেই তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এই ঘটনায় ওই ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত পান।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর প্রণববাবুর পরিবারের সদস্যরা খবর পেয়ে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্সার পর বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর পুলিশ এই অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটির সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে রাস্তালা এলাকা থেকে গ্রেপ্তার করে।
Sponsored Ads
Display Your Ads Here