নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তর প্রদেশের আজমগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি মোটরবাইক। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন যুবকের। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার মুবারকপুর থানার অন্তর্গত দারিয়াবাদ সেতুর কাছে। মৃতদের নাম-কালিম (২০), আসিফ (১৮) ও ফৈয়জ (২০)।
মঙ্গলবার পুলিশ সুপার পঙ্কজ পান্ডে জানিয়েছেন, কোনও কারণে সোমবার রাতে নেভাড়া এলাকায় গিয়েছিলেন তাঁরা। মৌ জেলায় নিজেদের বাড়িতে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইক রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা, দুর্ঘটনাস্থলেই দীর্ঘ সময় পড়ে থাকার পর কোনও চিকিত্সা না পাওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন ৩ জনের রক্তাক্ত দেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয় মৃতদের পরিজনকে।