নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মালবাজারের ডেমকেঝোরা বস্তির তেশিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এক দল হাতিকে বনে ফেরানোর জন্য বন দপ্তরের কর্মীরা তাড়া করেন। ঠিক সেই মুহূর্তে ৩৪ বছরের সুশীল উরাও নামে এক যুবককে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষে মারলো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, আপালচাঁদ বন থেকে এক দল হাতি চেল নদী পেরিয়ে মালব্লকে চলে আসে। এরপর কুমলাই ও তেশিমলা গ্রামে হানা দেয়। কিন্তু ভোরের আলো ফুটতেই হাতির দল তিন ভাগে ভাগ হয়ে গিয়ে এক দল বনে ফিরে যায়। এর মধ্যে এক দল মাথাচুলকা গ্রাম এবং অপর দল তেশিমলা গ্রামে উপদ্রব চালাতে থাকে।
প্রথমে প্রায় ১৮ থেকে ২০ টি হাতির একটি দল সকালবেলা থেকেই নেপুছাপুর ও কুমলাই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। তারপর বিকেলবেলার দিকে কুমলাই নদী ব্রিজ সংলগ্ন ডেমকেঝোরা বস্তির কাছে থাকা চা বাগান এবং বাঁশ ঝোপের মধ্যে ঢুকে পড়লে বন দপ্তরের কাছে খবর দেওয়া হয়।
এমত পরিস্থিতিতে বন দপ্তরের কর্মীরা এসে সেই হাতির দলকে তাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে কিছু উত্সুক যুবক সেই ঘটনাটি দেখার জন্য সেখানে ভিড় করেন। আর সেই দলে সুশীলবাবু ছিলেন। আর সে হাতির দলের সামনে পড়তেই একটি হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষে মারে।