নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ শ্মশান ঘাটে বচসার জেরে প্রাণ হারালেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার শ্মশান ঘাটে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গবারচর এলাকার ৫৯ বছর বয়সী উমা বিশ্বাসের মৃতদেহ সত্কারের উদ্দেশ্যে রাত ১২ টা নাগাদ পাড়ার কয়েকজন পাশের শ্মশান ঘাটে পৌঁছান। কিছুক্ষ্ণের মধ্যে শান্তিপুরেরই পাঁচপোতা এলাকার অপর আরেকটি মৃতদেহ সত্কারের উদ্দেশ্যে বাজনা সহকারে শ্মশান ঘাটে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর প্রথম পক্ষের সত্কারের কাজ সম্পন্ন হলে অস্থিভষ্ম গঙ্গায় দেওয়ার পর স্থানীয় শশধর বিশ্বাসের ছেলে ২৪ বছর বয়সী বাপ্পা বিশ্বাসের সাথে বচসা শুরু হয়। তখন মামা রঘুনাথ মিশ্র বাপ্পাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সাথে সাথে অপারেশন টেবিলে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার জেরে গবার চর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনাটির খবর পেয়ে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তারপরই তদন্ত শুরু করে। মৃতের পরিবার শ্মশান ঘাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তদন্ত করে দোষীদের শাস্তির দাবী চেয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here