নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল রাতেরবেলা গ্রামর বাড়িতে এসে খুন হলেন ৪৪ বছর বয়সী হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল। পূর্ব বর্ধমানের রায়না থানার দেরিয়াপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সব্যসাচীবাবুর দেশের বাড়ি রায়নার দেরিয়াপুর গ্রামে। বর্তমানে তিনি ও তার পরিবার হাওড়ার শিবপুরে থাকেন। সেখানে পলিথিন সামগ্রীর ব্যবসা রয়েছে। গতকাল সব্যসাচীবাবু বন্ধু নাজবীর সিংকে সঙ্গে নিয়ে দেরিয়াপুর গ্রামে দেশের বাড়িতে বেড়াতে আসেন। রাতেরবেলা বাড়ির ছাদে রান্না চলছিলো।
যখন রান্না চলছিল তখন সব্যসাচীবাবু ছাদেই ছিলেন। সেই সময়ে গাড়ির চালক তাকে বাড়ির একতলায় নীচে কেউ ডাকছে বলে জানায়। এরপর সব্যসাচীবাবু ছাদে থেকে নীচে নেমে যান।
তারপর বেশ কিছুক্ষণ কেটে গেলে নাজবীরবাবু সব্যসাচীবাবুর খোঁজে নীচে নামেন। সেই সময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে সব্যসাচীবাবুকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
রায়না থানার পুলিশ এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এসডিপিও আমিনুল ইসলাম খাঁন বলেছেন, “এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ব্যবসায়ীর দেহের একাধিক জায়গায় আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত পরিবারের সদস্য সহ গাড়ির চালক এবং রাঁধুনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”।