নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ মোবাইল গেমের আসক্তি কাটাতে দশম শ্রেনীর এক জন ছাত্রকে জলপাইগুড়ির একটি রি হ্যাব সেন্টারে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল সেখানেই ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু্র ঘটনায় উত্তেজনা ছড়ায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, কিশোরটি জলপাইগুড়ি বিদ্যালয়ের ছাত্র ১৬ বছর বয়সী ময়ুখ গুহ ১৬। বাবা বিভাস গুহ পেশায় একজন ব্যাবসায়ী। ময়নাগুড়ি শহীদগড় এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ বেলার দিকে রি হ্যাব কর্তৃপক্ষ ময়ুখের পরিবারকে জানায় তাদের ছেলে অসুস্থ। এরপর পরিবারের কথা অনুযায়ী নার্সিং হোমে নিয়ে যেতে বললে নার্সিং হোমে নিয়ে গেলে নার্সিং হোম ভর্তি নেয়নি। এরপর রি হ্যাব কর্তৃপক্ষ ময়ুখকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে।
মৃতের পরিবারের তরফ থেকে ইতিমধ্যে রি হ্যাব কর্তৃপক্ষর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সমগ্র বিষয়টির তদন্ত শুরু করেছে।