নিজস্ব স্নবাদ্দাতাঃ আসামঃ পর্নোগ্রাফি না দেখার জন্য ৬ বছরের শিশুকে পাথর মেরে খুন করা হলো। আসামের নগাঁও জেলায় একটি পাথর খাদানের টয়লেট থেকে ওই শিশুর থেঁতলানো দেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ এই নৃশংস ঘটনাটির সাথে জড়িত তিন জন অভিযুক্ত কিশোর ও একজন অভিভাবককে গ্রেফতার করেছে। এই ঘটনাটির তদন্তের পর পুলিশ জানতে পারে যে, তিন জন অভিযুক্ত কিশোর শিশু কন্যাটির সাথে একই এলাকায় বাস করতো। যাদের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে ছিল। সকলেই একসাথে গেম খেলতো আর পর্নোগ্রাফিতে আসক্ত ছিল।
তিন জন অভিযুক্ত কিশোর ওই শিশু কন্যাটিকেও নিজেদের দলে টানার চেষ্টাও করেছিল। কিন্তু ওই শিশু কন্যাটি রাজি না হওয়ায় পর্নোগ্রাফি দেখতে মানা করায় তাকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দেয়। এমনকি খুনের আগে শিশু কন্যাটিকে যৌন নির্যাতনও করা হয়েছিল। এই ঘটনাটি রাজ্য জুড়ে তুমুল আলোড়নের সৃষ্টি করে।