নিজসব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আচমকা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামে একটি আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সমগ্র গ্রাম কেঁপে উঠলো।
এই ঘটনায় নিতাই বেরা নামে একজন বাজি তৈরীর কারিগর গুরুতর আহত হয়েছেন। আপাতত নিতাইবাবু হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এখানকার বেশ কিছু মানুষ বাজির কারবারের সঙ্গে যুক্ত। আর সামনেই কালীপুজো। তাই বাজি তৈরীর কাজ জোরকদমে শুরু হয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বাসিন্দাড়া জানিয়েছেন, এর আগেও এই এলাকায় বেশ কয়েকবার বাজি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই বড়োসড়ো দুর্ঘটনা যাতে এড়ানো যায় তাই আগে থেকেই পুলিশ বেআইনী এই সমস্ত বাজি কারখানা বন্ধ করে দিয়েছিল। তবে পুলিশের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই পুনরায় চলতি বছর আবারও বাজির কারখানায় কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
বাজি তৈরীর কারিগরেরা মাঠের মাঝখানে গোডাউন তৈরী করেই আতসবাজি বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আর সেখান থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here