নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ সমগ্র উত্তরাখণ্ডে জুড়ে ক্রামগত বিপর্যয়ের মাত্রা বেড়েই চলেছে। এর জেরে এই অবধি মৃত্যু হয়েছে মোট ৪৬ জনের। আর নিখোঁজ হয়েছেন ১১ জন।
একটানা বৃষ্টির জেরে কুমাওঁতে ধ্বস শুরু হয়ে যায়। ফলে নৈনিতালের রামগড়ের পাশাপাশি এবার কুমাওঁতেও বিপর্যয় মোকাবিলাবাহিনী দল পৌঁছে গিয়েছে। আর কেউ যাতে কোথাও আটকে না থাকেন ইতিমধ্যে সে বিষয়ে খোঁজ শুরু করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে গতকাল মঙ্গলবার সকালবেলা ৮ টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরাখন্ডের পাউরি, চামোলি, আলোমরা, নৈনিতাল, পিথোরাগড় ও উধম সিং নগরের মতো বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। যার কারণে বিপর্যয় নেমে আসতে শুরু করে।
আজ উত্তরাখন্ডের পরিস্থিতি পরিদ্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখন্ডে যাচ্ছেন। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী সহ গুজরাটের মুখ্যমন্ত্রীও ক্রমাগত উত্তরাখন্ডের খোঁজ নেওয়ার সাথে সাথে যেকোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।