রায়া দাসঃ কলকাতাঃ শহরে একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেই চলেছে। আবারও কয়েকদিনের একটানা বৃষ্টিতে আজ বেলার দিকে কলকাতার নয় নম্বর হেমেন্দ্র সেন স্ট্রিটের একটি ভগ্নপ্রায় বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। প্রথমে বাড়ির ছাদ ধসে পড়ে পরে বাড়ির একটা দিক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
স্থানীয়রা বলছেন, বাড়িটি ফাঁকা থাকায় এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। কিন্তু বাড়িটি ভেঙে আশপাশের আরো বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নতুন একটি ফ্ল্যাটের গ্যারাজে পুরনো বাড়িটির চাঙড় ভেঙে পড়েছে। সেখানেও অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতি বছরই বর্ষাকালে বেশ কিছু বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। তাতে হতাহতের ঘটনাও ঘটে। বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় এমন কয়েক হাজার বিপজ্জনক বাড়ি আছে যেগুলির মধ্যে বেশ কিছু বাড়ি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।
কিন্তু এরপরেও প্রশাসন এই বিষয়ে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করে না। এই বিষয়ে তারা পুরোপুরি নীরব।