আবর্জনা ফেলার প্রতিবাদে প্রতিবেশীর হাতে আক্রান্ত মা-ছেলে
নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ রাস্তার নোংরা বাড়ির দেওয়ালে ফেলার প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে আক্রান্ত হলো মা ও ছেলে। মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রামপঞ্চায়েতের শব্দ নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মায়ের নাম চানো বিবি। বয়স ৪৫ বছর। আর ছেলে শাহাজান শেখ। বয়স ২১ বছর। জানা যাচ্ছে যে এদিন নাবিউল শেখের বাবা বাড়ির সামনে রাস্তার নোংরা আবর্জনা প্রতিবেশী চানোদের বাড়ির দেওয়ালের দিকে ফেলেছিলেন।
এরই প্রতিবাদ করায় দুই প্রতিবেশীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তারই জেরে নাবিউল চানো বিবির ওপর বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। মাকে মারধর করছে দেখে শাহজাহান ছুটে আসলে তাকেও মারধর করা হয়। এরফলে গুরুতর আহত মা এবং ছেলেকে পরিবারের লোকেরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করান।
আহতের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় নাবিউল সহ আরো তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।