প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড
অভিজিৎ গুহঃ উত্তরাখণ্ডঃ মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখন্ডে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে। এর জেরে ইতিমধ্যেই প্রাণহানি ঘটেছে ১৭ জনের । যার মধ্যে নৈনিতালে ৭ জনের মৃত্যু হয়েছে।
মেঘভাঙা বৃষ্টির জেরে রামগড়ের একটি বাড়ি ভেঙে পড়ে। সব মিলিয়ে নৈনিতালের রামগড়ের অবস্থা একেবারে শোচনীয়। বায়ুসেনার চপার বিপর্যয়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করতে নৈনিতালে পৌঁছে গিয়েছে। উধমনগরেও বায়ুসেনার চপার মোতায়েন করা হয়েছে।
রামগড়ে লেমন ট্রি রিসর্টে প্রায় ১০০ জন আটকে পড়েছেন। রানিখেতের রাস্তায় লেমন ট্রি রিসর্টে উদ্ধারকার্য শুরু করা নিয়ে প্রশাসন চিন্তায় পড়েছেন।
উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার জানান, “মেঘভাঙা বৃষ্টিতে কোশী নদীতে জল উপচে পড়তে শুরু করায় কোশী নদীর জলেই ওই লেমন ট্রি রিসর্ট প্লাবিত হয়ে পড়ে। বিভিন্ন রিসর্ট ও হোটেলের পাশাপাশি নৈনিতালের বহু বাড়িতে জল ঢুকে পড়ায় সেখানকার বহু মানুষ বিপত্তিতে পড়েছেন”।