নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের বীরপাড়ায় ডিমডিমা চা বাগান এলাকায় প্রতিমা নিরঞ্জনের সময় দু’পক্ষের বচসাকে ঘিরে আহত হয়েছেন ২ জন যুবক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, যখন একদিকে ডিজের তালে তালে উদ্দাম নাচ চলছিল। আর সেই নাচের সাথেই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এগিয়ে যাচ্ছিল তখন সেখানে উপস্থিত দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। আর সেই বচসা কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরই মধ্যে আচমকা এক যুবক ছুরি বের করে এলোপাথাড়ি চালাতে থাকে।
যা দেখে আশেপাশের সকলেই হতভম্ভ হয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই ২ জন ছুরির আঘাতে আহত হয়ে যান। এরপরই গোটা পরিস্থিতি আরো উত্তপ্ত হতে শুরু করে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা গুরু লোহার ও তার ছেলের নাম উঠে আসতে থাকে।

- Sponsored -
এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে গুরু লোহারের বাড়িতে চড়াও হয়ে গুরু এবং তার ছেলেকে বেধড়ক মারধর শুরু করেন। এর পাশাপাশি রাতভোর এলাকাবাসীরা গুরু ও তার ছেলেকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ শুরু করেন।
সেই রাতেরবেলাই বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এর সাথে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছে।
কিন্তু এখনো অবধি ছুরি বের করে এই ঘটনা ঘটানোর কারণ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায়নি। আপাতত পুলিশের তরফে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।